আলোচিত নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ নন্দীগ্রাম উপজেলা শাখার নেতা-কর্মীরা।
শুক্রবার (২৩ মে) বাদ আছর নন্দীগ্রাম কলেজ জামে মসজিদ থেকে হেফাজতে ইসলামীর একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড মুগ্ধ চত্বরে এসে শেষ হয়।
পরে মুগ্ধ চত্বরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মুফতি মোশাররফ হোসেন, সেক্রেটারী মুফতি ওমর ফারুক, মুফতি আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, মাওলানা বেলায়েত হোসেন, আরিফুল ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা সাখাওয়াত হোসেন, মাওলানা ফরহাদ হোসেন, ইমরান আলী, আবু হুরায়রা, আব্দুল আওয়াল, সুমন ও লিমন প্রমুখ।
বক্তারা কোরআন বিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে বহুত্ববাদ বাতিল করে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পূনর্বহাল, শাপলা চত্বর ও জুলাইসহ সব গণহত্যার বিচার নিশ্চিত করা, হেফাজত ইসলামীর নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত 'মিথ্যা মামলা' প্রত্যাহার পূর্বক নেতাকর্মীদের মুক্তি প্রদান, ফিলিস্তিন এবং ভারতে মুসলমানদের 'গণহত্যা' ও নিপীড়ন বন্ধ করার দাবি করেন।
একেএ/ এসআর