মঙ্গলবার (২০ মে) বৃষ্টিস্নাত এক সন্ধ্যায় ফেনী শহরের ইস্টিশন রেস্টুরেন্টের কনভেনশন দরবার হলে সমকালীন এই বরেণ্য বুদ্ধিজীবীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় ড. সলিমুল্লাহ খানকে একটি ক্রেস্ট, প্রশংসাপত্র ও ৫০ হাজার টাকার সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের পরবর্তী পর্বে তিনি একটি একক বক্তৃতা প্রদান করেন, যার বিষয় ছিল— ‘স্বাধীনতা, মনুষ্যত্ব, সম্মান: কাজী নজরুলের তিন উত্তরাধিকার’।
পুরস্কার গ্রহণের প্রতিক্রিয়ায় ড. সলিমুল্লাহ খান বলেন, ‘আমি খুব বেশি পুরস্কার পাইনি। গত বছর বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি। এর কিছুদিন আগেই ফেনী সাহিত্য সভা আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করে। "সেলিম আল দীন সাহিত্য পুরস্কার ২০২৫" প্রাপ্তির মাধ্যমে আমার দায়িত্ববোধ আরও বেড়ে গেল। আজকের আয়োজনে উদ্যোক্তাদের আন্তরিকতায় আমি অভিভূত। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেলিম আল দীনকে নিয়ে আমি চিন্তা করেছি। সুযোগ হলে ভবিষ্যতে তাকে নিয়ে আমার ভাবনা প্রকাশ করব।’
ফেনী সাহিত্য সভার আহ্বায়ক, কবি ও গবেষক শাবিহ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন এবং ফেনীর প্রবীণ কবি মনজুর তাজিম।
স্বাগত বক্তব্য রাখেন ফেনী সাহিত্য সভার সদস্য সচিব বকুল আকতার দরিয়া।
পুরস্কার প্রদানপর্বে মঞ্চে আরও উপস্থিত ছিলেন—ফেনী সাহিত্য সভার জ্যেষ্ঠ সদস্য কবি মো. আবদুল ওয়াদুদ, রম্যলেখক নুরুল আমিন হৃদয়, কবি সৈকত রায়হান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী সাহিত্য সভার জ্যেষ্ঠ সদস্য কবি শামীম পাটোয়ারী এবং কবি রাবেয়া সুলতানা। তাঁদের যৌথ সঞ্চালনায় বৃষ্টিস্নাত সন্ধ্যাটি প্রাণবন্ত হয়ে ওঠে প্রশাসন, সাহিত্যিক, সাংস্কৃতিক অঙ্গন, সুশীল সমাজ ও সাংবাদিকদের অংশগ্রহণে।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ফেনী সাহিত্য সভা কর্তৃক আয়োজিত প্রথম ফেনী সাহিত্য সম্মেলনে অংশ নিতে না পারায় ড. সলিমুল্লাহ খান গত মঙ্গলবার ফেনীতে এসে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্ত গৌরজন ড. সলিমুল্লাহ খানকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন—ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, গল্পকার দীলতাজ রহমান, অ্যাডভোকেট-কবি জিয়াউদ্দিন বুলবুল, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক আসাদুজ্জামান দারা, সেলিম আল দীনের ভাতিজা এবং সেলিম আল দীন কেন্দ্রের সাধারণ সম্পাদক কুদরাত-ই-খুদা পিকাসো, নজরুল একাডেমি—ফেনী শাখার সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ তিতু প্রমুখ।
পরবর্তীতে শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে ড. সলিমুল্লাহ খানের সম্মানে নৈশভোজে অংশ নেন অতিথিবৃন্দ।
এটি/আরএন