বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ড শাখার কমিটির বিএনপি নেতা নির্বাচন করতে দলের সদস্যরা লাইনে দাঁড়িয়ে ব্যালটে ভোট দিয়েছেন। ৯টি ওয়ার্ডে দলটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদের এই নির্বাচন হয় রোববার দুপুরে।
এর আগে কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ড সম্মেলন ও কাউন্সিল সকালে জোলাগাতী মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
শিয়ালকাঠী বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম আহসান কবীর।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলূ।
শাহ আলম সেপাই’র সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচ এম দ্বীন মোহাম্মদ, জেলা বিএনপি'র সদস্য মীর্জা জহিরুল হক, মো. ছরোয়ার হোসেন, এনামুল হক, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
সম্মেলন শেষে শিয়ালকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ওয়ার্ড বিএনপির তালিকাভুক্ত সদস্যরা নিজেদের পরিচয়পত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে তৃণমূল বিএনপির সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করেছে।
একাধিক তৃনমূলের নেতারা জানান, অন্য নির্বাচনের মতো এখানেও সকল প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সুষ্ঠু ভাবে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। তৃণমূল বিএনপির সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
আরএইচ/এমএ