ভার্সন 2.0 লাভার
-মনিরুজ্জামান বাদল
–এত ছোট মানচিত্র দেখে মন খারাপ তোমার?
জুম করে দেখ,কত্তো বড়ো বলো তো এবার।
–ওয়াও!
দ্য গ্রেট কান্ট্রি ম্যাপ
ভেরি কমপ্লেক্স বাট
হোয়াই দ্য ফ্ল্যাগ ইজ সিম্পল
গ্রিন এন্ড রেড ওনলি
নো সান নো মুন নো রেইনবো?
–আসলে বোকা ছিল সবাই একাত্তরে
ঐটুকুন জমিনকে সজীব রাখতে
ঢেলে দিয়েছিল সবটুকু লহু!
–রিয়েলি দ্য স্টুপিড ক্যান ডু দ্যাট
ফর সামথিং লুক লাইক আনকাট্ হেয়ার।
– আসলে নাপিতও যুদ্ধে গিয়েছিল ভালোবেসে
আর ফিরে আসে নাই!
– ওফ্ হাউ ফানি ফেইরি টেলস
ইউ আর টেলিং আই ডোন্ট বিলিভ
জাস্ট আই ওয়ান্ট টু ড্র আ নিউ ওয়ান।
–সেলুনে গিয়ে বসো, কদমছাঁট দিতে চাও
ভিনদেশী ক্ষৌরকার করে দিবে তাও।
– ইয়েস,লাভ ইট!
উই উইল ডু দ্যাট্ টুগেদার
অ্যাজ উই আর ভার্সন 2.0 লাভার।
৩০ এপ্রিল ২০২৫
ঢাকা।