নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মাসুদ আহমেদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ আহমেদ ঢাকার লালবাগ থানার নবাবগঞ্জ বড় মসজিদ এলাকার বাসিন্দা, পিতার নাম মৃত তৈয়মুদ্দিন। তিনি পেশায় একজন মোটরসাইকেলচালক ছিলেন এবং নিজের মোটরসাইকেল ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
জানা গেছে, মাসুদ আহমেদ ঢাকা থেকে বড়াইগ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নছিমন (ভুটভুটি) এর সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে নেয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জব্দকৃত গরুবাহী ভুটভুটি বর্তমানে সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলটি মহাসড়কের একটি ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ স্থান, যেখানে অতীতেও একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, মহাসড়কের এই অংশে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও গতিনিয়ন্ত্রণমূলক ব্যবস্থা জোরদার করা হোক।
এমএএম/এসআর