ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের দুইদিন পর সাবেক এক মহিলা মেম্বারের লাশ উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো. আব্দুস ছালাম।
সোমবার বিকেলে (৩ ফেব্রুয়ারী) স্থানীয়রা নিহতের বাড়ীর পাশ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নিহত মেম্বার আফরোজা খানম ফোরকোন (৬০) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রামের মৃত আ: ওহেদ খানের মেয়ে। তিনি গত শনিবার (১ ফেব্রুয়ারী) থেকে নিখোঁজ ছিলেন বলে তার ভাইয়ের ছেলে ফয়সাল খান আমান জানিয়েছেন।
আফরোজা খানম ২০১১-১৬ সালে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ফয়সাল খান আমান জানান, আমার ফুফু গত শনিবার থেকে নিখোঁজ ছিল। এ ব্যাপারে গতকাল আমরা নলছিটি থানায় একটি সাধারণ ডায়রি করেছিলাম। আজকে পাশ্ববর্তী একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আমার ফুফুর একমাত্র মেয়ে ছন্দা আক্তার কয়েকমাস আগে মারা যায়। এরপর থেকেই সে মানুষিকভাবে ভেঙে পরেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম জানান, আমরা পুকুরে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছি। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এসআই/এসআর