গাইবান্ধার সুন্দরগঞ্জে 'কল্যাণরাষ্ট্র গঠনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা' বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ মুক্ত আড্ডার আয়োজন করে।
মুক্ত আড্ডা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন। আড্ডা সূচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুজ্জামান খান।
আড্ডায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্কর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহান মিঞা, গণমাধ্যম কর্মী সুদীপ্ত শামীম, কবি ও সাংবাদিক সাইফুল আকন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে নুর আলম মিয়া নুর, হাবিবুল্লাহ সরকার, কামরুল হাসান, রেজওয়ানুল কবির, হাসিবা সরকার, উপকারভোগী কাজল রেখা প্রমুখ।
এই আড্ডার মাধ্যমে স্থানীয় জনগণ, বিশেষ করে নতুন প্রজন্মের প্রতিনিধিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম এবং এর মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র গঠনের সম্ভাবনা নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া, সামাজিক কার্যক্রমগুলোর কার্যকারিতা এবং এলাকার উন্নয়নে নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি কীভাবে সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা হয়।
এসএ/এমএ