নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে অপর চাচাতো ভাইয়েরা। শনিবার (১ নভেম্বর) সকালে চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের মৃত আবু তাহেরের ছেলে হুরা মিয়া (৪৫) ও সাকিল মিয়া (২৫)। হুরা মিয়া পেশায় রাজমিস্ত্রী ছিলেন, আর সাকিল রাজমিস্ত্রীর কাজের পাশাপাশি মাঝে মাঝে অটোরিকশা চালাতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আবু তাহেরের সন্তানদের সঙ্গে তার ছোট ভাই আওয়াল ও আওয়ালের ছেলেদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে শনিবার সকালে আওয়াল ও তার ছেলেরা দলবল নিয়ে ওই জমিতে বেড়া দিতে যান। এতে হুরা মিয়া ও সাকিলসহ তাদের পরিবারের সদস্যরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আওয়ালের পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে হুরা ও সাকিলকে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
নিহত হুরা মিয়ার শ্বাশুড়ি হেনা বেগম জানান, হুরা মিয়ার বাবা আবু তাহের মৃত্যুর আগে তার ভাই আওয়ালের কাছ থেকে ১,৮০০ টাকা ধার নিয়েছিলেন। পরবর্তীতে আওয়াল দাবি করেন, ওই টাকার বিনিময়ে আবু তাহের জমি লিখে দিয়েছেন এবং তিনি সেই জমি দখলে নিতে চান। এ নিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে আওয়াল জাল দলিল তৈরি করে জোরপূর্বক জমি দখল করতে গেলে হুরা মিয়া ও সাকিল বাধা দেন। এরপর আওয়াল ও তার ছেলেরা বাহির থেকে লোক এনে তাদের উপর হামলা চালিয়ে হত্যা করে। তিনি বলেন, “আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। আওয়াল ও তার ছেলেদের ফাঁসি চাই।”
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মুনসুর, ওসি মো. আদিল মাহমুদসহ পুলিশ ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
টিএস/আরএন