ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৭১ জন ফিলিস্তিনি নিহত এবং ২৫১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৭ জন গাজা সিটির বাসিন্দা। সেখানে ইসরায়েল আরও বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।—খবর আনাদোলু এজেন্সির।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এই হামলার তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া আল জাজিরার একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ইসরায়েলি কোয়াডকপ্টার গাজার শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুল ভবনের ওপর উড়ছে। আশপাশের বাসিন্দারা উদ্বিগ্ন দৃষ্টিতে তা পর্যবেক্ষণ করেন। কিছুক্ষণ পর কোয়াডকপ্টারটি লক্ষ্যবস্তুতে বিস্ফোরক নিক্ষেপ করলে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই স্কুলে বহু ফিলিস্তিনি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন।
গাজার আল-আহলি হাসপাতালের এক চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা সিটির তুফাহ এলাকায় আরও একজন ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, অনাহার ও অপুষ্টির কারণে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে, যার একজন শিশু। এতে করে দুর্ভিক্ষ-সম্পর্কিত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে, যার মধ্যে ১১২ জনই শিশু। মন্ত্রণালয় আরও জানায়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকে আছেন, এবং ইসরায়েলি বিমান হামলা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত অন্তত ৬২ হাজার ২৬৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৫৭ হাজার ৩৬৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষকে জিম্মি করা হয়েছিল।
আরএন