BREAKING: |
নেত্রকোনা সদরের নাগড়া এলাকার বিএডিসি (সেচ) অফিসের একটি পরিত্যক্ত ভবনের ছাদ ভাঙার সময় ধসে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
নিহত শ্রমিকরা হলেন: আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশহাটি গ্রামের দিপু মিয়া (৪০)।
আহত সাইফুল ও হাসান নামের দুই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নছু সর্দার জানান, তারা ছয়জন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) একটি পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন। বিকেল পৌনে পাঁচটার দিকে ভবনের গ্যারেজ অংশের ছাদ ভেঙে পড়ে। এ সময় পাঁচজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আজিজুর রহমান বলেন, আমরা তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় পেয়েছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাদের স্বজনদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনাস্থলে উপস্থিত অনেকেই অভিযোগ করেছেন, ভবন ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকদের কারো কাছেই কোনো সুরক্ষা সরঞ্জাম ছিল না।
এসআই/আরএন