BREAKING: |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের ভোট কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (৮ আগস্ট) সকাল ১১টায় চরফ্যাশন উপজেলা কেরামতিয়া আলিয়া মাদ্রাসার মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়নের কেন্দ্রভিত্তিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মীর শরীফ হোসাইন। সঞ্চালনা করেন চরফ্যাশন উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও বরিশাল-৫ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয্যম হোসাইন হেলাল বলেন, “ভোট একটি পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে দক্ষ, সৎ ও জনবান্ধব কর্মীর প্রয়োজন। আমাদের নেতা-কর্মীদের জনগণের আস্থা অর্জনের মাধ্যমে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “সংগঠনকে শক্তিশালী করতে প্রতিটি ভোট কেন্দ্রে সমন্বয় কাঠামো গড়ে তুলতে হবে।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলা জেলা জামায়াতের আমীর মোঃ জাকির হোসাইন, ভোলা জেলা সাবেক আমীর ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী অধ্যক্ষ মোঃ মোস্তাফা কামাল, ভোলা জেলা সেক্রেটারি কাজী হারুনুর রশিদ, আইনজীবী অ্যাডভোকেট মোঃ পারভেজ হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের মাওলানা মোঃ মহিববুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এই সম্মেলনে সহস্রাধিক মাঠপর্যায়ের কর্মী অংশগ্রহণ করেন, যাদের মাঝে নির্বাচনী প্রস্তুতি ও সাংগঠনিক দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
সভায় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল, যার উদ্দেশ্য শুধু রাজনৈতিক অর্জন নয়, বরং ইসলামী হুকুমতের মাধ্যমে সমাজে ন্যায্যতা, সততা এবং নৈতিকতার ভিত্তিতে পরিবর্তন আনা। যারা শুধুমাত্র দুনিয়াবী স্বার্থে এই দলে আসেন, তাদের জন্য এটি সঠিক জায়গা নয়। সমাজ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি এবং নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধি দূর করাই এ দলের অন্যতম লক্ষ্য।
বক্তারা দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, আখিরাতের কল্যাণের উদ্দেশ্যে কাজ করলেই দুনিয়াতেও শান্তি আসবে। সমাবেশের শেষে প্রধান অতিথি দলকে শৃঙ্খলিতভাবে পরিচালনা ও ভোটকেন্দ্রসমূহে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে দিকনির্দেশনা দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএফ/আরএন