BREAKING: |
দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে র্যাব।
এর আগে, ঘটনাস্থলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ১০ নম্বর কমলপুর ইউনিয়নের সীমান্তবর্তী দাইনুর কনজকুড়ি পাড়ায় এ ঘটনা ঘটে।
ওই গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে সাগর বাবুর (২১) ঘর থেকে র্যাব-১৩ এর একটি দল ১টি বিদেশি রিভলভার, ৫ রাউন্ড তাজা গুলি, ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ বোতল বিদেশি মদ এবং ৩টি নেশাজাতীয় অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করে।
এর আগে ভোরে সংঘর্ষে ওই গ্রামের দুঃখু মিয়ার ছেলে রুবেল (৩২), তার ভাই মিজান (৩৫) এবং বাবুল হোসেনের ছেলে রাজু (৩০) আহত হন। স্থানীয়দের বরাতে জানা গেছে, মাদক নিয়ে মারামারির ঘটনা ঘটে।
অস্ত্র ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এএইচ/আরএন