BREAKING: |
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও মৌলভীবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পুশ-ইন করেছে। বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাথল সীমান্ত দিয়ে ৪৮ জন এবং শ্রীমঙ্গলের কাকমারা সীমান্ত দিয়ে ২৩ জন বাংলাদেশিকে পুশ-ইন করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও একজন শিশু রয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, এরা ৬ মাস থেকে ১৭ বছর আগে চিকিৎসা ও কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সম্প্রতি বিএসএফ তাদের পুশ-ইন করেছে। এ নিয়ে মৌলভীবাজার জেলায় পুশ-ইন হওয়া বাংলাদেশির সংখ্যা দাঁড়াল ৫৩৪ জনে। বিজিবি জানিয়েছে, আটককৃতদের পরিচয় নিশ্চিত করে পুলিশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করবে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এবং বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম বলেন, ‘ভোরবেলা বিজিবি থেকে বিষয়টি আমাদের জানানো হয়েছে। এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে তাদের নাম-ঠিকানা জানা যাবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এসএস/আরএন