বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ সম্পন্ন করে দেশের ব্যাংকিং খাতে এক অনন্য মাইলফলক স্থাপন করেছেন মুহাম্মাদ মাছুদুর রহমান। যিনি মবিন মাছুদ নামে পরিচিত। গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরে তাঁর এই অসাধারণ ভ্রমণ সম্পন্ন হয়।
কৃষিভিত্তিক উন্নয়নে নিবেদিত বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত এই ব্যাংকারকে সম্মান জানাতে লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজ মিলনায়তনে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে লক্ষ্মীপুর সিভিল সোসাইটি।
অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সহকর্মী ব্যাংকারসহ এক ডজনের বেশি বিশিষ্টজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাংকার মোঃ মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফখরুল ইসলাম জুয়েল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন। তিনি বলেন, “ভ্রমণ মানুষের জ্ঞান বৃদ্ধির অন্যতম উপায়—যত বেশি ভ্রমণ, তত বেশি জ্ঞান।” তিনি মাছুদুর রহমানকে লক্ষ্মীপুরকে তাঁর ভ্রমণের শেষ জেলা হিসেবে বেছে নেওয়ায় আন্তরিক শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে মবিন মাছুদকে ফুলেল শুভেচ্ছা ও একটি সম্মাননাক্রেস্ট প্রদান করা হয়। এই বর্ণাঢ্য আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করে নর্থ পাওয়ার টেক ইঞ্জিনিয়ারিং।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, নর্থ পাওয়ার টেক ইঞ্জিনিয়ারিং এর সিইও মোঃ ইমরান হোসেন, ব্যাংকার শাহরিয়ার মাহমুদ চৌধুরী, তানভীর মিথুন এবং আরও পাঁচজন। মানবাধিকার সংগঠক মেহেদুল হাসান স্বপন ও শিক্ষক মাহতাব উদ্দীন নোবেলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—যা মবিন মাছুদের অর্জনের প্রতি বৃহত্তর সমাজের সম্মান ও সমর্থনের প্রতিফলন।
এই যাত্রা শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের বৈচিত্র্যময় অঞ্চলগুলোর প্রতি গভীর উপলব্ধি অর্জনের সুযোগ এবং কৃষিভিত্তিক ব্যাংকিং খাতের জন্য মূল্যবান অভিজ্ঞতার দ্বার উন্মোচন করে।
এনআরই/এসআর