Thursday | 23 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 23 October 2025 | Epaper
BREAKING: দেশকে এগিয়ে নিতে নির্বাচিত সরকারের প্রয়োজন: মির্জা ফখরুল      টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ      সহজেই জয় পেল অস্ট্রেলিয়া      ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস      জেনেভা ক্যাম্পে দু'গ্রুপের সংঘর্ষে যুবক নিহত      কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতের, জানালেন প্রধান উপদেষ্টাকে      সেন্টমার্টিন ভ্রমণে মানতে হবে ১২ নির্দেশনা      

দেশের ৬৪ জেলায় ভ্রমণ করে রেকর্ড গড়লেন ব্যাংকার

Published : Friday, 2 May, 2025 at 8:15 PM  Count : 411

বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ সম্পন্ন করে দেশের ব্যাংকিং খাতে এক অনন্য মাইলফলক স্থাপন করেছেন মুহাম্মাদ মাছুদুর রহমান। যিনি মবিন মাছুদ নামে পরিচিত। গতকাল বৃহস্পতিবার লক্ষ্মীপুরে তাঁর এই অসাধারণ ভ্রমণ সম্পন্ন হয়।

কৃষিভিত্তিক উন্নয়নে নিবেদিত বিশেষায়িত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত এই ব্যাংকারকে সম্মান জানাতে লক্ষ্মীপুর অক্সফোর্ড মডেল কলেজ মিলনায়তনে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে লক্ষ্মীপুর সিভিল সোসাইটি।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সহকর্মী ব্যাংকারসহ এক ডজনের বেশি বিশিষ্টজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যাংকার মোঃ মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফখরুল ইসলাম জুয়েল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন। তিনি বলেন, “ভ্রমণ মানুষের জ্ঞান বৃদ্ধির অন্যতম উপায়—যত বেশি ভ্রমণ, তত বেশি জ্ঞান।” তিনি মাছুদুর রহমানকে লক্ষ্মীপুরকে তাঁর ভ্রমণের শেষ জেলা হিসেবে বেছে নেওয়ায় আন্তরিক শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে মবিন মাছুদকে ফুলেল শুভেচ্ছা ও একটি সম্মাননাক্রেস্ট প্রদান করা হয়। এই বর্ণাঢ্য আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করে নর্থ পাওয়ার টেক ইঞ্জিনিয়ারিং।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অক্সফোর্ড মডেল কলেজের অধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, নর্থ পাওয়ার টেক ইঞ্জিনিয়ারিং এর সিইও মোঃ ইমরান হোসেন, ব্যাংকার শাহরিয়ার মাহমুদ চৌধুরী, তানভীর মিথুন এবং আরও পাঁচজন। মানবাধিকার সংগঠক মেহেদুল হাসান স্বপন ও শিক্ষক মাহতাব উদ্দীন নোবেলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—যা মবিন মাছুদের অর্জনের প্রতি বৃহত্তর সমাজের সম্মান ও সমর্থনের প্রতিফলন।

এই যাত্রা শুধু একটি ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের বৈচিত্র্যময় অঞ্চলগুলোর প্রতি গভীর উপলব্ধি অর্জনের সুযোগ এবং কৃষিভিত্তিক ব্যাংকিং খাতের জন্য মূল্যবান অভিজ্ঞতার দ্বার উন্মোচন করে।

এনআরই/এসআর


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close