ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে গবেষণা প্রকল্প সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্যের শুরুতেই গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ থেকে ভবিষ্যতে এ ধরনের গবেষণা কার্যক্রম আরও বেশি বিস্তৃত করা হবে উল্লেখ করে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণা কার্যক্রমকে বিশেষ ভাবে উৎসাহিত করছে।
গবেষণার গুণগত মান ঠিক রেখে দেশীয় ও আন্তর্জাতিক ভাবে গুরুত্বপূর্ণ জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের গুরুত্ব আরোপ করে তিনি বলেন, গবেষণা যেন সর্বজন গৃহীত হয় সে বিষয়টি গবেষকদের মনে রাখতে হবে। বিশেষ করে গবেষণার গুণগত মানের দিকে নজর দিতে হবে। এ জন্য গবেষক ও গবেষণা তত্তাবধায়কদের সচেষ্ট থাকতে হবে যেন গবেষণাটি মানসম্পন্ন হয় এবং দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তা স্থান পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ. এইচ. এম. কামাল এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
সেমিনারের উদ্বোধনী পর্বে সঞ্চালনা করেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ গবেষকগণ উপস্থিত ছিলেন।
টিএ/এমএ