নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি মায়সার আহমেদ বাবুকে গ্রেফতার করেছে র্যাব ।
শুক্রবার (১৮ এপ্রিল) বরিশাল জেলার সদর থানাধীন কাশীপুর এলাকায় র্যাব-১১ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মায়সার আহমেদ বাবু (২৯) ফতুল্লার কাশীপুর মধ্যমপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ জানায়, গত ৩১ মার্চ ভোরে ফতুল্লার পঞ্চবটি-মুক্তারপুর রোডের কাশীপুর এলাকায় লায়ন চক্ষু হাসপাতালের পাশে পাভেলকে গুলি করে হত্যা করা হয়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
নিহত পাভেল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর মধ্যপাড়ার বাসিন্দা। তার বাবার নাম হাসমত উল্লাহ।
এ ঘটনায় নিহতের মা নূরী বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১১ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মায়সার আহমেদ বাবু পাভেল হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
এ নিয়ে ওই নৃশংস হত্যাকাণ্ডে এখন পর্যন্ত দুই জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত বাবুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএস/আরএন