যশোরের গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার রওনক জাহান। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস. এম. তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ্দৌল্লাহ, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি আহসান কোভিদ বাবু, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদসহ শতাধিক গণমাধ্যমকর্মী।
সভায় উপস্থিত সাংবাদিকরা সাম্প্রতিক সময়ে যশোরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তা থেকে উত্তরণের জন্য পুলিশকে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পুলিশ সুপার রওনক জাহান তার বক্তব্যে বলেন, “সন্ত্রাস ও মাদকমুক্ত যশোর গড়তে পুলিশ সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ শুরু করেছে। যে কোনো মূল্যে সন্ত্রাস, চোরাচালান ও মাদক কারবার বন্ধ করা হবে।” তিনি সমাজের সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের মনোবল আরও চাঙ্গা করার ওপর গুরুত্বারোপ করেন।
এসকে/আরএন