দিনাজপুরে প্রথমবারের মতো বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে আয়োজন করা খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
এসময় উপস্থিত ছিলেন—সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে দেশের মোট ৮টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বগুড়া জেলা দল ও রংপুরের সেন্টোস ক্লাব। প্রথম খেলায় রংপুরের সেন্টোস ক্লাব ১–০ গোলে বিজয়ী হয়।
আগামী ম্যাচগুলোতে অংশ নেবে— ২৭ নভেম্বর: রাজশাহীর কিশোর ফুটবল একাডেমি বনাম দিনাজপুরের তারেক ফুটবল একাডেমি, ২৮ নভেম্বর: ঠাকুরগাঁওয়ের এমসিএল ফুটবল একাডেমি বনাম নীলফামারীর মিহীর স্পোর্টিং ক্লাব, ২৯ নভেম্বর: সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়াংস্টার ক্লাব বনাম পঞ্চগড়ের টু-স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি, আগামী ১ ডিসেম্বর প্রথম সেমিফাইনাল এবং ২ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায় বগুড়া জেলা দলকে ১–০ গোলে পরাজিত করে রংপুরের সেন্টোস ক্লাব।
এএইচ/আরএন