Wednesday | 26 November 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Wednesday | 26 November 2025 | Epaper
BREAKING: কড়াইল বস্তিতে আগুন: পানি সংকটে নিয়ন্ত্রণে বেগ      কড়াইল বস্তিতে আগুন      উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন      বগুড়ায় দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার      প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর      মেট্রোরেলে চালু হলো ঘরে বসে অনলাইন রিচার্জ      ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন: সিইসি      

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Published : Friday, 21 November, 2025 at 8:12 PM  Count : 57

কাতারের দোহায় যেন টি-টোয়েন্টি ক্রিকেটের সব রোমাঞ্চ এক ম্যাচেই জমে উঠেছিল। এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের সেমিফাইনালে আজ ভারতের ‘এ’ দলের মুখোমুখি হয় বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে উভয় দলের সংগ্রহ সমান—১৯৪ রান—হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে ভারত পরপর দুই বলে উইকেট হারিয়ে কোনো রান যোগ করতে পারেনি। ফলে মাত্র ১ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। কিন্তু প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে নিজের উইকেট দেন ইয়াসির আলী রাব্বি। সহজ লক্ষ্যটিও কঠিন হয়ে উঠেছিল, তবে পরের বলের ওয়াইডে অবশেষে জয় নিশ্চিত করে ফাইনালে উঠে যায় বাংলাদেশ।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু এনে দেন ওপেনার জিসান ও হাবিবুর। পঞ্চম ওভারে দলীয় ৪৩ রানে জিসান আউট হলে ভাঙে এই জুটি। ১৪ বলে ২ চার ও ২ ছক্কায় ২৬ রান করেন তিনি। এরপর হাবিবুর একাই দায়িত্ব কাঁধে তুলে নেন। ৪৬ বলে ৬৫ রানের চমৎকার ইনিংস খেলে দলকে চালকের আসনে রাখেন তিনি। তবে তাকে সঙ্গ দিতে পারেননি কেউ—আব্রার ১৯ বলে ১৩, আকবর ১০ বলে ৯ এবং রনি ২ বলে শূন্য রানে আউট হন।

হাবিবুরের বিদায়ের পর ইনিংসের শেষভাগে তাণ্ডব চালান এসএম মেহরব হোসেন ও ইয়াসির আলী। শেষ ১২ বলে এই জুটির ব্যাট থেকে আসে অবিশ্বাস্য ৫০ রান। মেহরব ১৮ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন এবং ইয়াসির ৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানে অপরাজিত থেকে দলের স্কোর দাঁড় করান ৬ উইকেটে ১৯৪।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন বিজয়কুমার—৪ ওভারে উইকেটহীন থেকে খরচ করেন ৫১ রান। সবচেয়ে সাশ্রয়ী ছিলেন সুযশ শর্মা—৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। গুরজাপনিত সিং ৩৯ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।

১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও ছড়ায় ত্রাস। বৈভব সূর্যবংশী (১৫ বলে ৩৮) এবং প্রিয়াংশ আর্য (২৩ বলে ৪৪) ঝড় তুলতেই পাওয়ার প্লেতে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ভারতের হাতে। শেষদিকে জিতেশ শর্মা (৩৩) ও আশুতোষ শর্মা (১৩) চেষ্টা চালালেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় তারা।

শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান। আকবর আলীর বলে ৩ রান নেওয়ায় ম্যাচ টাই হয়ে গড়ায় সুপার ওভারে। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন রাকিবুল হাসান ও আবু হায়দার রনি। রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইন নেন ১টি করে উইকেট।

সুপার ওভারে ভারত পাঠায় জিতেশ শর্মা ও রামানদ্বীপ সিংকে। প্রথম বলেই জিতেশকে ফেরান রিপন মন্ডল, পরের বলেই ক্যাচ দিয়ে ফেরেন তিনে নামা আশুতোষ শর্মা। ২ বল খেলে শূন্য রানে অলআউট হয় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে ইয়াসির আলী চৌধুরী প্রথম বলেই আউট হলেও দ্বিতীয় বলটি ওয়াইড হওয়ায় রান না নিয়েই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

রুদ্ধশ্বাস এই জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলা লাল-সবুজ প্রতিনিধিরা এখন শিরোপা জয়ের অপেক্ষায়। ফাইনালে রোববার শ্রীলঙ্কা অথবা পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close