একটি ভালো নির্বাচন আয়োজন করা আমাদের দায়িত্ব। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমাদের এজেন্ডা একটাই: জাতিকে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া।
মঙ্গলবার (২৫ নভেম্বর) স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে এক পরিচিতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। সংলাপে পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে কাজ করার আহ্বান জানান সিইসি।
সিইসি বলেন, আমি অতীত নিয়ে কোনো ঘাটাঘাটি করতে চাই না। আমি সবসময় সামনের দিকে তাকাতে চাই। অতীতে অনেক ভুল-ত্রুটি হয়েছে, যা আর হওয়া যাবে না। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সত্যিকার অর্থে এই নির্বাচন আমাদের নিজস্ব সুপারভাইজারি মেকানিজমের অধীনে হবে, অফিসিয়াল মেকানিজমের মাধ্যমে পরিচালিত হবে।
তিনি আরও বলেন, আপনাদের চোখ দিয়েও আমরা এই নির্বাচনটি দেখতে চাই। কারণ আপনারা যদি দায়িত্বশীল না হন, তবে আমাদের নির্বাচনও সঠিকভাবে পর্যবেক্ষণ হবে না। আপনারা নিজেরা পর্যবেক্ষণ করবেন না, বরং লোক নিয়োগ করবেন। আপনারা অবশ্যই দায়িত্ব সম্পর্কে সচেতন। নতুনদের জন্য বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ।
পর্যবেক্ষক সংস্থাগুলোর উদ্দেশ্যে সিইসি বলেন, এবার আমরা পর্যবেক্ষকদের বয়স কমিয়ে ২১ করেছি। এর মধ্যে অনেকে অভিজ্ঞ নয়। সুতরাং, আপনারা তাদেরকে প্রাথমিক ওরিয়েন্টেশন এবং প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব নেবেন। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার সঙ্গে পরিচিত করানোর জন্য ওরিয়েন্টেশন টাইপের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা আপনারাই আমাদের প্রধান টুলস। যদি তারা ফিল্ডে দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তবে আমাদের কাছে ভুল তথ্য আসবে।
আরএন