দীর্ঘদিন ধরে ছাত্রদের যৌন নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ায় তাঁর নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
পরে রাতেই ভুক্তভোগী এক শিক্ষার্থী মিরপুর মডেল থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও মারধরের অভিযোগে মামলা করেন। আজ শুক্রবার এ মামলায় তাঁকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এই আদেশ দেন।
আজ বিকেলে মিরপুর থানা-পুলিশ এরশাদ হালিমকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মেহেদী হাসান মিলন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে, এরশাদ হালিমের পক্ষে আইনজীবী জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গতকাল রাত প্রায় ১১টার দিকে শেওড়াপাড়ায় এরশাদ হালিমের বাসায় অভিযান চালিয়ে মিরপুর মডেল থানার পুলিশ তাঁকে আটক করে। পরে তদন্ত কর্মকর্তা তাঁকে আদালতে হাজির করেন।
গত কয়েক দিন ধরে রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে এরশাদ হালিমের যৌন হয়রানির অভিযোগ তুলে ধরেন। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীরাও সাংবাদিকদের কাছে তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো প্রকাশ করেন।
আরএন