বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, 'তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। এক কোটি বেকার যুবককে কাজে লাগানোর শপথ নিয়েছেন। তাদেরকে তিনি বেকার ভাতা দেবেন, পরবর্তীতে তাদেরকে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।'
সোমবার দুপুরে লক্ষ্মীপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন জেলা যুবদলের আয়োজনে শহরের উত্তর তেমুহনী থেকে একটি র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দেশের মানুষের মাঝে কর্ম সৃষ্টি করবে। বিদেশে আর টাকা পাচার হবে না। হাজার কোটি টাকা যারা পাচার করছে, আর আজ তাদের সাথে যারা সখ্যতা করে এ নির্বাচনকে বানচাল করতে চায়, জাতীয়তাবাদী যুবদল যাতে সোচ্চার থাকে। আমরা আশা করি যুবদল একাই পারবে সকল ষড়যন্ত্র রুখে দিতে।'
তিনি বলেন, 'আগামী দিনের যেকোনো অপশক্তি এবং যারা ইতিমধ্যে পরাজিত ফ্যাসিস সরকারের দোসর, তারা যতো ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, আজকে একটি আওয়াজ আমরা দেখছি, যুবদল সকল ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করবে। আজকের শপথ বাক্য পাঠে প্রতিয়মান হয় যে, আমাদের নেতা তারেক রহমানের যে আশা আকাঙ্খার প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে জনগণের নেতৃত্ব দেবে। আর এ নেতৃত্ব দিতে হলে জাতীয়তাবাদী যুবদলকে সবচেয়ে মূখ্য ভূমিকা পালন করতে হবে।'
জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদদীন নিজান, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবদুল করিম ভূঁইয়া মিজান, মাহবুবুল আলম খোকন, কামরুজ্জামান সোহেল প্রমুখ।
আরএইচ/এমএ