পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, দালাল চক্রের দৌরাত্ম, দুর্নীতি, অরাজক পরিস্থিতি বন্ধ ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ’ঈশ্বরদী নাগরিক অধিকার আন্দোলন’ নামে স্থানীয় কমিটির ব্যানারে স্বাস্থ্য কমপ্লেক্স সামনে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কলাম লেখক সরওয়ারুজ্জামান মনা বিশ্বাস, হিউম্যান ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আহসান হাবিব, ঈশ্বরদী নাগরিক অধিকার রক্ষা আন্দোলনের সংগঠক সুলতান মাহমুদ খান বিদ্যুৎ, সরকারি কলেজ ছাত্রদল সভাপতি খালেদ বিন প্রার্থীব, রাষ্ট্রসংস্কার আন্দোলনের আহবায়ক সাজ্জাদ হোসাইন সুজাত, মুক্ত স্কাউট পাকশী রেলওয়ে জেলার সভাপতি সোহেল রান, স্থানীয় নাগরিক নুর আহমেদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের দাপটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জিম্মি হয়ে পড়েছে। আমরা এ অবস্থার পরিত্রাণ চাই। একইসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান নিয়েও প্রতিবাদ জানান বক্তারা।
পথসভায় সরোয়ারুজ্জামান মনা বিশ্বাস বলেন, "জনগণের টাকার পরিচালিত হাসপাতালে আমরা সেবা পেতে চাই। কীভাবে সেবা দিবেন সেটা আপনাদের দায়িত্ব। নইলে ঈশ্বরদী থেকে বিদায় হন।"
আয়োজিত এ পথসভা থেকে বক্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ১০০ শয্যায় উন্নীতকরণের দাবি জানান।
যোগাযোগ করা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, বহিরাগত সিন্ডিকেটের কারণে হাসপাতালে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন থেকে এ পরিস্থিতি চলে আসছিল। বিষয়টি নিয়ে দু’দফা মোবাইল কোর্ট পরিচালনার পর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে।
কেএমএইচ/এসআর