Monday | 27 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 27 October 2025 | Epaper
BREAKING: মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ায় ৫ সদস্যের তদন্ত কমিটি      মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো চলাচল শুরু      ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১,১৪৩ জন      মেট্রোরেল দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ, থাকবে চাকরির সুযোগ      উত্তরা-আগারগাঁও মেট্রো চলাচল শুরু      একজনের সাতটির বেশি সিম নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা      মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ      

“জনগণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে”

Published : Sunday, 26 October, 2025 at 11:07 PM  Count : 78

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য, বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আলম বলেছেন, “আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার আলোকে নতুন, স্বচ্ছ ও জনগণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাহলে ৩১ দফা বাস্তবায়ন করে দেশের মানুষের মুখে হাসি ফুটাবে। এ কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন।”

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা শেষে চরফ্যাশন পৌর সদর সড়কে এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।

নাজিম উদ্দিন আলম বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা এখন সময়ের দাবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই।”

‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’—এই শ্লোগানকে সামনে রেখে সাধারণ জনগণ, পথচারী ও দোকানদারের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন নাজিম উদ্দিন আলম।

তিনি আরো বলেন, “১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমা চেয়ে ক্ষমতায় আসে। সম্প্রতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আন্দোলনরতদের কাছে ক্ষমা চেয়েছেন। এমনকি ১৯৭১ সালের জন্য জামায়াতে ইসলামও জাতির কাছে ক্ষমা চেয়েছে। আওয়ামী লীগ বারবার ক্ষমা চেয়ে পালিয়ে যায়, কিন্তু বিএনপি আল্লাহর রহমতে এমন কোনো কাজ করে না, যার জন্য ক্ষমা চাইতে হবে এবং পালিয়ে যেতে হবে।”

নাজিম উদ্দিন আলম আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গত ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের একটাই লক্ষ্য—একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন। ছোটখাটো অজুহাতে নির্বাচন পিছানোর চেষ্টা চলছে, তবে আমরা চাই ড. ইউনুস ঘোষিত রোডম্যাপ অনুযায়ী সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হবে।”

চরফ্যাশনের জনগণের উদ্দেশে তিনি বলেন, “গত ৩৫ বছর আমি আপনাদের সুখে-দুঃখে পাশে ছিলাম। উন্নয়ন থেকে শুরু করে বিপদে-আপদে আপনাদের সঙ্গে থেকেছি। কারও এক ইঞ্চি জমিও দখল করিনি। আমি বিশ্বাস করি, দল আমাকে মূল্যায়ন করবে। আর নির্বাচিত হলে ইনশাআল্লাহ, চরফ্যাশন-মনপুরার মানুষের পাশে আমৃত্যু থাকব।”

লিফলেট বিতরণ ও প্রচারণা শেষে জনসভায় দলের সিনিয়র সহ-সভাপতি হাজী আমিনুল ইসলাম মিন্টির সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা জনাব হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আখতার মইন, সাবেক উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আলমগীর মিয়া, সাবেক উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিদ্দিক মাতব্বর, চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, সাবেক শ্রমিক দল নেতা মীর আজাদ, সামছুদ্দিন কাউছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিব নেগাবান, উপজেলা ছাত্রদল নেতা আলী মুতুজা, ওলামা দলের নেতা আলেমে দীন, সাবেক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আসলামি, মহিলাদলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে সভাকে কেন্দ্র করে চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়নের হাজার হাজার নেতা-কর্মী ঢোল-বাদ্য নিয়ে, রঙ-বেরঙের ফেস্টুন ও ব্যানার হাতে তারেক রহমানের শ্লোগানে মুখরিত হয়ে চরফ্যাশন সদরে উপস্থিত হন।

এসএফ/আরএন


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close