| BREAKING: |

মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়।
এর আগে বিকেল ৩টায় আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করে ডিএমটিসিএল।
রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ফার্মগেটে মেট্রোরেল পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে একজন পথচারী নিহত হন। এরপর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বর্তমানে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। পুরো রুটে কখন সেবা পুনরায় চালু হবে তা ডিএমটিসিএল সুনির্দিষ্টভাবে জানায়নি।
আরএন