ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার মামলা তদন্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীসহ যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। তদন্তের ৪০ দিনের মধ্যে অপরাধীদের দ্রুত সনাক্ত করতে এই নির্দেশনা দিয়েছেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে সিআইডির সঙ্গে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন: প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, অধ্যাপক ড. ফখরুল ইসলাম, সিআইডি শাখার বিশেষ পুলিশ সুপার আবু তারেক, তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য তদন্ত কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদল, শাখা ছাত্রশিবির, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক, ইসলামী ছাত্র আন্দোলন এবং জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি। এছাড়াও, দুই সপ্তাহ পরপর তদন্তের আপডেট বিষয়ে ব্রিফিং দেবে সিআইডি।
গত ১৩ সেপ্টেম্বর সাজিদ হত্যার প্রায় দুই মাস পর এই হত্যা মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এ মামলা সাজিদ হত্যার ঘটনায় তার বাবা আহসান হাবিবুল্লাহ ৪ আগস্ট ইবি থানায় দায়ের করেছিলেন।
এদিকে, সাজিদ হত্যার ১০০তম দিনে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আজ শিক্ষার্থীরা প্রতীকী লাশ ও মৌন মিছিল করেছে। মিছিলে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্র সংগঠন—ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্রমজলিস এবং জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। তারা আগামী সাত দিনের মধ্যে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে, না হলে কঠোর কর্মসূচি নেওয়ার হুশিয়ারি দেন।
এসআর/আরএন