পটুয়াখালীর দশমিনায় স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাইমুনা নামে ৬ বছরের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী-বাংলাবাজার এলাকায় দশমিনা–বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইমুনা (৬) ওই ইউনিয়নের গছানী গ্রামের লুৎফর মুন্সির মেয়ে। সে ৭৩ নং উত্তর-পশ্চিম গছানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে দশমিনার দিক থেকে আসা একটি দ্রুতগতির অটোরিকশা মাইমুনাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে শিশুটি রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শওকত ওসমান শিশুটিকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, “কোন ধরনের যানবাহন দুর্ঘটনাটি ঘটিয়েছে, প্রত্যক্ষদর্শীরা তা নিশ্চিতভাবে বলতে পারছেন না। ঘাতক যানবাহন ও এর চালককে শনাক্তে যাচাই-বাছাই, তদন্ত ও অনুসন্ধান চলছে।”
তিনি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা হাসপাতাল থেকে মৃতদেহ বাড়িতে নিয়ে যান। পরে বাড়িতে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।”
ওসি জানান, “মৃত্যু নিয়ে পরিবারের কারও সন্দেহ না থাকায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”
এসটি/আরএন