কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–১৫। এ সময় দিল বাহার (৫০) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের ১০ নম্বর বালুখালি ক্যাম্পে এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব–১৫-এর সহকারী পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংঘবদ্ধ মাদক কারবারি চক্র মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা এনে রোহিঙ্গা ক্যাম্পে মজুদ করে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ক্যাম্প–১০ এর ব্লক ডি/১১ এলাকায় দিল বাহারের ঘর ঘেরাও করে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে ১ লাখ ১২ হাজার ৪৬৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক দিল বাহার মৃত আয়ুব আলীর স্ত্রী।
র্যাব–১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল ইসলাম বলেন, “র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, অস্ত্র ও মাদক চোরাচালান দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান চালিয়ে আসছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় কক্সবাজারে মাদক চোরাচালানের ঝুঁকি তুলনামূলক বেশি। র্যাব অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব অপরাধ দমন করছে।”
উদ্ধারকৃত ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র্যাবের ওই কর্মকর্তা।
এফএ/আরএন