টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ ভাতা দুই ধাপে প্রদান করা হবে।
মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭.৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। বাকি ৭.৫ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
উল্লেখ্য, ২০ শতাংশ বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এ আন্দোলন চলছে টানা ১০ দিন ধরে। আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপি’র নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে শিক্ষক-কর্মচারীরা সোমবার থেকে আমরণ অনশনে যান। একই সঙ্গে তাঁরা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে দাবিপূরণে দুই দিনের আলটিমেটাম দেন। আজ মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টায় শিক্ষকদের অনশনস্থলে গিয়ে একাত্মতা প্রকাশ করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। সরকারের ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাবের সমালোচনা করে তিনি বলেন, “আমি সরকারের প্রতি আহ্বান জানাব, ৫ শতাংশ পর্যাপ্ত নয়। শিক্ষকদের জন্য বিশেষ বিবেচনা করতে হবে।”
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাত জাতীয়করণ করা হবে। এই প্রতিশ্রুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও দেওয়া হয়েছে।
আরএন