স্বাধীনতার ৫৪ বছরে দেশে ঘটেছে অত্যাচার, জুলুম, নিপীড়ন, অর্থনৈতিক বঞ্চনা, ভিন্নমতাবলম্বীদের দমন-পীড়ন। আলেম-ওলামা ও ইসলামপন্থীদের নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। অনেকে বছরের পর বছর কারাগারে আটক থেকে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলে প্রাণ দিয়েছেন। বহু মানুষকে রিমান্ডে, ক্রসফায়ারে এবং 'আয়না ঘর'-এ নিয়ে গুম ও খুন করা হয়েছে। তারা ইসলামের পথে ছিল এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল বলেই এই নির্যাতনের শিকার হয়েছে।
সোমবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার জামায়াতে ইসলামীর আয়োজনে তালা বি. দে. স্কুল মাঠে এক বিশাল ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি — এই তিনটি দলের শাসনামল দেখেছি। আওয়ামী লীগ ২১ বছর, বিএনপি ১৫ বছর এবং জাতীয় পার্টি ৯ বছর দেশ শাসন করেছে। বাকি সময় ছিল সামরিক শাসন। প্রতিটি দলের এমপি ও মন্ত্রীরা দুর্নীতিতে জড়িত ছিল, টাকা পাচার করেছে। কিন্তু আমরা তাদের সঙ্গে জোটে থাকলেও, আমাদের কোনো এমপি বা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ কেউই অনুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে পায়নি। জামায়াতে ইসলামী আগামীতে একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়।
বক্তৃতাকালে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় হাজার হাজার জনতায়।
দুপুরের এ অনুষ্ঠানে তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা সেক্রেটারি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও ডা. শেখ মাহমুদুল হক প্রমুখ।
বক্তারা আগামী দিনের শাসন দুর্নীতিমুক্ত করতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের ভোট দিয়ে সংসদে পাঠানোর আহ্বান জানান।
এমজেডআর/আরএন