Sunday | 12 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Sunday | 12 October 2025 | Epaper
BREAKING: ট্রাইব্যুনালের ১৫ অভিযুক্ত সেনা কর্মকর্তা সেনা হেফাজতে      জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান ২ দিন পেছালো      জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কর্মী সমাবেশে উত্তেজনা, ছত্রভঙ্গ করলো পুলিশ       এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা      দু’একজন উপদেষ্টা ও প্রশাসন একটি দলকে ক্ষমতায় নেওয়ার ষড়যন্ত্র করছে: পরওয়ার      এবারের নির্বাচনে আইনের শাসন কাকে বলে দেখাতে চাই: সিইসি      ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ ব্যবধানে আর্জেন্টিনার দুর্দান্ত জয়      

১০ অক্টোবর, ২০২৫

Published : Friday, 10 October, 2025 at 1:11 PM  Count : 24

 

 

 

 

মেষ
(২১ মার্চ - ২০ এপ্রিল) খাদ্য ও পানিয়ের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে। সামাজিক কোনো নিমন্ত্রণ রক্ষা করতে পারেন। বাড়িতে আত্মীয় কুটম্বরের আগমন হবে। হোটেল, রেস্তোরাঁ ব্যবসায় ভালো রোজগার।



 

 

বৃষ
(২১ এপ্রিল - ২০ মে) সামাজিক ও সাঙ্গঠনিক কাজে সম্মানিত হবেন। ব্যবসায়ীক কাজে উন্নতির আশা। বয়স্কদের শারীরিক অবস্থার উন্নতি হবে। গৃহস্থালী জীবনে ভালো কোনো সিদ্ধান্ত নিতে পারেন।



 

 

মিথুন
(২১ মে - ২০ জুন) ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। দূরের যাত্রা যোগ প্রবল। প্রবাসী বন্ধুর সাহায্য লাভের দিন। ব্যবসায়ীক কোনো সফরে যেতে হবে।



 

 

কর্কট
(২১ জুন - ২০ জুলাই) বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক কাজে বড় ভাই-বোনের সাহায্য লাভ। গৃহস্থালী কাজে বড় ভাই-বোনের সাহায্য লাভ।





 

 

সিংহ
(২১ জুলাই-২১ অগাস্ট) রাজনৈতিক উচ্চাভিলাষ পূরণ হতে চলেছে। চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষায় ভালো করতে পারবেন। প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্কের উন্নতি হবে।



 

 

কন্যা
(২২ অগাস্ট- ২২ সেপ্টেম্বর) ধর্মীয় ও আধ্যাত্মীক কাজের জন্য কোথাও বেড়াতে যেতে হবে। ভাগ্য উন্নতির সুযোগ আসবে। জীবন-জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে।



 

 

তুলা
(২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। পুরোনো পাওনাদারের সাথে দেখা হতে পারে। ব্যবসায়ীক কাজে অগ্রগতির জন্য কিছু টাকা ঋণ করতে হবে।



 

 

বৃশ্চিক
(২২ অক্টোবর - ২০ নভেম্বর) দাম্পত্য সুখ-শান্তি বৃদ্ধি পাবে। অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল। জীবন সাথীর সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগার হবে।



 

 

ধনু
(২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) কাজের লোকের সাথে ভুল বোঝাবুঝি এড়াতে হবে। গৃহস্থালী জীবনে কিছু জটিলতা কাটিয়ে উঠতে পারবেন। সাংসারিক কাজে ব্যস্ততা বৃদ্ধি। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হবে।



 

 

মকর
(২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) প্রেমিক-প্রেমিকার মিলনের দিন। প্রেম করে বিয়ে করার যোগ। ব্যবসায়ীক কাজে উন্নতির দিন। মেধাবী শিল্পীদের ভালো রোজগারের সুযোগ আসবে।





 

 

কুম্ভ
(২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) পারিবারিক কাজে উন্নতির আশা। ব্যবসায়ীক কাজে প্রত্যাশা পূরণ হবে। গৃহে আত্মীয়-স্বজনের আগমন হবে। গৃহ স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো কাজে মায়ের সাহায্য পাবেন।




 

 

মীন
(১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ছোট ভাই-বোনের বিয়ে শাদীর যোগ। ব্যবসায়ীক প্রচার-প্রচারণায় উন্নতি হবে। পাড়া-প্রতিবেশীর কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কন্টেন্ট ক্রিয়েটরদের ভালো রোজগারের যোগ।

আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন।
সম্পর্কিত   বিষয়:  রাশি   ভাগ্য  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close