Friday | 3 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Friday | 3 October 2025 | Epaper
BREAKING: পাকিস্তানকে হারালো বাংলাদেশ      প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে শারদীয় দুর্গাপূজা      ফ্লোটিলার সব জাহাজ আটক, গ্রেফতার ৩১৭ স্বেচ্ছাসেবী      বৈরী আবহাওয়ায়ও কক্সবাজারে পর্যটকের ঢল      খাগড়াছড়িতে ১৪৪ ধারা ভঙ্গের ঘটনায় পুলিশের ৩ মামলা       নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩       ওষুধ কোম্পানিগুলো অতিরিক্ত মুনাফা করছে: স্বাস্থ্য উপদেষ্টা      

০২ অক্টোবর, ২০২৫

Published : Thursday, 2 October, 2025 at 1:07 PM  Count : 38

 

 

 

 

মেষ
(২১ মার্চ - ২০ এপ্রিল) পূজোঁর ছুটির কারণে গৃহস্থালী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। সামাজিক ও সাঙ্গঠনিক কাজের জন্য দিনটি বলবান। নতুন পদ-পদবী পেতে পারেন।



 

 

বৃষ
(২১ এপ্রিল - ২০ মে) ভাগ্য উন্নতির জন্য দিনটি বলবান। জীবন-জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে চলেছে। আধ্যাত্মীক কাজ কর্মে মানসিক প্রশান্তি লাভ।



 

 

মিথুন
(২১ মে - ২০ জুন) দূরের যাত্রায় ঝুঁকি বৃদ্ধি। অবশ্যই সাবধানে চলতে হবে। ব্যক্তি ঋণের ক্ষেত্রে চাপ বৃদ্ধি। পাওনাদারের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।



 

 

কর্কট
(২১ জুন - ২০ জুলাই) দাম্পত্য সুখ-শান্তির দিন। জীবন সাথীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। বন্ধের দিন হওয়ার কারণে কোথাও বেড়াতে যেতে পারেন। অবিবাহিতদের বিয়ের আলোচনায় উন্নতি হবে।





 

 

সিংহ
(২১ জুলাই-২১ অগাস্ট) শরীর স্বাস্থ্যর প্রতি যত্ন নিতে হবে। বয়স্কদের বেশি পরিশ্রমের কাজ না করাই ভালো। গৃহস্থালী কাজে গৃহকর্মীর সাহায্য পাওয়ার আশা।



 

 

কন্যা
(২২ অগাস্ট- ২২ সেপ্টেম্বর) দিনটি সৃজনশীল কাজে উন্নতির। শিল্পী ও কলাকুশলীদের দিনটি শুভ সম্ভাবনাময়। সন্তানের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। ব্যবসায়ীক কাজে মেধাবীদের উন্নতি।



 

 

তুলা
(২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) গৃহে আত্মীয়-স্বজনের আগমন হবে। পারিবারিক প্রত্যাশা পূরণ হবে। গৃহস্থালী জটিলতার সমাধান হবে। পারিবারিক জীবনে মায়ের সাহায্য পাবেন।



 

 

বৃশ্চিক
(২২ অক্টোবর - ২০ নভেম্বর) বাড়িতে ছোট ভাই-বোনের আগমন হবে। পাড়া-প্রতিবেশীর সাথে সম্পর্কের উন্নতি। গণমাধ্যম কর্মীদের ভালো আয়ের সুযোগ আসবে। ই-কমার্স ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগার।



 

 

ধনু
(২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) দিনটি ভোজন রসিকদের উদর পূর্তির। বাড়িতে আত্মীয় কুটম্বরের আগমন হবে। সাংসারিক কাজে উন্নতির আশা। খাদ্য ও পানিয়ের ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগার হবে।



 

 

মকর
(২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) ব্যক্তি ও পারিবারিক জীবনে উন্নতির আশা। শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হবে। গৃহস্থালী জীবনে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটতে পারে।





 

 

কুম্ভ
(২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ব্যবসা-বাণিজ্যের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। পারিবারিক ব্যয় বৃদ্ধির আশঙ্কা। পরিবহন ব্যবসায় ভালো রোজগার। ট্রাভেল এজেন্সী ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি।




 

 

মীন
(১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) দিনটি বন্ধুদের সাথে একাত্মা হওয়ার। বাড়িতে বড় ভাই-বোনের আগমন হবে। খুচরা-পাইকারি ব্যবসা-বাণিজ্যে উন্নতি হবে।

আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন।
সম্পর্কিত   বিষয়:  রাশি   ভাগ্য  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close