পটুয়াখালীর দশমিনায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শতবর্ষের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে লক্ষ্মীপুর নিবারণ চন্দ্র রায় বাড়ি সার্বজনীন পূজা মন্দির কমিটির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দশমিনা সদর ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের ওই বাড়ির সামনের দীঘিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রঙ বেরঙের ছয়টি নৌকা নিয়ে ছয়টি দল অংশগ্রহণ করেন।
উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী শুভময় রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন, দশমিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম প্রমুখ।
প্রতিযোগিতার আয়োজকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আজও নদীমাতৃক বাংলাদেশে ঐতিহ্যবাহী সংস্কৃতির একটি অংশ নৌকা বাইচ।
প্রতিযোগিতার শেষে প্রথম স্থান অধিকারী বিজয়ী গোলখালী-কাটাখালী দলকে একটি রেফ্রিজারেটর, দ্বিতীয় স্থান অধিকারী দশমিনা সদর দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন ও তৃতীয় স্থান অধিকারী লক্ষ্মীপুর দলকে একটি ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন আয়োজকদের পক্ষে পুরস্কার হিসেবে তুলে দেন প্রধান অতিথি।
এর আগে সকাল থেকেই নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে দশমিনা উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলাগুলোর বিভিন্ন অঞ্চলের নারী, পুরুষ ও শিশুসহ সর্ব শ্রেণি-পেশার দর্শনার্থীরা আসতে শুরু করেন। বাইচ প্রতিযোগিতা শুরুর আগেই ওই দিঘীর চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায় আগত দর্শনার্থীদের ভিড়ে।
প্রসঙ্গত, ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতা ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর অজ্ঞাত কারণে বেশ কয়েক বছর বন্ধ থাকে। গত বছরের ৫ আগস্ট পরবর্তী শারদীয় দুর্গাপূজার শেষ দিনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আবার শুরু হয় উপজেলার এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
এসটি/ এসআর