ঢাকা মহানগর (উত্তর) জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, 'আমরা পূজাতে এসে যখন দেখি পুলিশ দাঁড়িয়ে আছে তখন খুব বেশি ভালো লাগে না। হয়তো কেউ মনে করতে পারে পুলিশ দাঁড়িয়ে থাকলে তো ভালো হয়। আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে মসজিদ যেমন পাহারা দিতে হয় না, আগামী দিনের বাংলাদেশে মন্দিরও পাহারা দিতে হবে না।'
মঙ্গলবার রাতে লক্ষ্মীপুর শহরের শ্যাম সুন্দর জিউর আখড়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, 'কতিপয় কুচক্রী মহলের কারণে, অপরাজনীতির কারণে আজকের এ অবস্থাটা তৈরি হয়েছে। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে এ বাংলাদেশের কালো রেখাটা আমরা মুছে ফেলতে চাই।'
তিনি বলেন, 'আমরা প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা ভাবে পালন করবো। কিন্তু বাংলাদেশের দুর্নীতির প্রশ্নে, বাংলাদেশ এগিয়ে নেবার প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশের শান্তি এবং স্থিতিশীলতার প্রশ্নে, আমাদের সকলের পরিবারের শান্তিতে থাকার প্রশ্নে আমরা এক এবং অভিন্ন ভূমিকা পালন করবো। আমরা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।'
এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, নায়েবে আমির জহিরুল ইসলাম, সেক্রেটারী হারুনুর রশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আবুল খায়ের, জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি শামসুল ইসলাম প্রমুখ।
আরএইচ/এমএ