রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌর্যালির মাধ্যমে ৮টি মণ্ডপের দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় নদীর দু’পাশ জুড়ে ভক্তদের জয়ধ্বনি, ঢাক-ঢোলের শব্দ ও নৃত্য-গানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি বলেন, “দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব, যেখানে সব সম্প্রদায়ের মানুষ একত্রে মিলেমিশে আনন্দ উদযাপন করে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।”
বিসর্জন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই ৪১ বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র নাথ হালদার, জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনুর রশীদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা সভাপতি অরুপ কুমার মুৎসুদ্দি, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশসহ স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুভেচ্ছা বক্তব্য দেন কাপ্তাই উপজেলা দুর্গা উৎসব পরিচালনা সমন্বয় কমিটির আহ্বায়ক ও উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক জগদীশ দাশ এবং সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু। সমাপনী বক্তব্য রাখেন প্রধান সমন্বয়ক ও কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য।
এর আগে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় শিবু জলদাসের ঢোলবাদন, নৃত্য ও গান পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
কেএইচ/এসআর