শেরপুরের নালিতাবাড়ী উপজেলার খরস্রোতা চেল্লাখালী নদীতে লাকড়ি ধরতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যাওয়া দ্বিতীয় শ্রেণির স্কুলশিক্ষার্থী হুমায়ুন (১০)-এর মরদেহ উদ্ধারের পর শুক্রবার সকালে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নদীর প্রায় ৪০০ মিটার ভাটির দিক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। একই দিন দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা ব্রিজসংলগ্ন স্থানে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
উদ্ধার হওয়া হুমায়ুন বুরুঙ্গা গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে উপজেলার চেল্লাখালী নদীতে উজান থেকে পাহাড়ি ঢল নামে। সেই ঢলের সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হুমায়ুন ও তার সমবয়সী চাচাতো ভাই আতিক হাসান মিলে বাড়ির পাশের নদীতে যায়।
লাকড়ি ধরার সময় হঠাৎ নদীর প্রবল স্রোতে দুজনই ভাটির দিকে ভেসে যেতে থাকে। একপর্যায়ে আতিক হাসান সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও হুমায়ুন স্রোতের তোড়ে ভেসে যায়।
পরে নদীর পানি কমতে থাকলে রাত সাড়ে আটটার দিকে হুমায়ুনের চাচা জাহাঙ্গীর আলম নদীর তীরে খুঁজতে গিয়ে কলমিলতা গাছের সঙ্গে আটকে থাকা হুমায়ুনের নিথর দেহ দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই হুমায়ুনের মৃত্যু হয়েছে।
এদিকে, হুমায়ুনের বাবা দুলাল মিয়া বলেন, “আমার ছেলে নদীতে ভেসে যাওয়ার পরপরই গ্রামবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস অফিসে মোবাইল ফোনে কল করি। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি-সহ একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু নদীর স্রোত বেশি থাকায় পরে তারা ফিরে যান।”
জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আজাহারুল ইসলাম বলেন, “দুপুরে ফোন পাওয়ার পর আমরা চেল্লাখালী নদীর বুরুঙ্গা ব্রিজপাড় এলাকায় ছুটে যাই। সেখানে নদীর চরে আটকে পড়া দুইজন মহিলাকে উদ্ধার করতে সক্ষম হই। তবে নিখোঁজ হুমায়ুনের অবস্থান নিশ্চিত করা সম্ভব হয়নি।”
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “চেল্লাখালী নদীতে ডুবে নিখোঁজ হওয়া হুমায়ুনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।”
এমএস/আরএন