ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ দলীয় মনোনয়ন না পেলেও আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে একটি প্রকাশ্য অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি নেকমরদ ছাত্রদল আয়োজিত একটি কনসার্টে দেওয়া তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি বলেন, দলীয় মনোনয়ন না পেলেও তিনি নির্বাচন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
জানা গেছে, গত শনিবার নেকমরদ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত নাইট টুর্নামেন্ট ও কনসার্ট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহিদুর রহমান জাহিদ। সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিএনপির যখন কঠিন সময় চলছিল, তখন আমি একাধিকবার দলের হয়ে নির্বাচন করেছি। ৪৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে আমার। ২০১৮ সালে এমপি নির্বাচিত হয়ে দলের নির্দেশে পদত্যাগ করেছি। এলাকায় আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। এমপি হওয়ার মত ভোট আমার আছে।
বক্তব্যের এক পর্যায়ে, সাধারণ জনগণের কাতার থেকে একজন জানতে চান—আপনি যদি দলীয় মনোনয়ন না পান, তাহলে কি নির্বাচন করবেন? উত্তরে জাহিদুর রহমান বলেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বিএনপি এখনো টিকে আছে মানুষের ভালোবাসায়। না হলে টিকে থাকা কঠিন হতো। এটি আমার শেষ বয়স, শেষ নির্বাচন, শেষ চাওয়া-পাওয়া। অন্য প্রার্থীদের মধ্যে আমিই সবচেয়ে প্রবীণ, তাই মনোনয়ন চাই। তবে মনোনয়ন না পেলেও আমি নির্বাচনে অংশ নেওয়ার আশা রাখি।
নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক। সেখানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহম্মদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে, দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষ-বিপক্ষের নানা আলোচনা-সমালোচনা চলছে।
নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক বলেন, তিনি বোঝাতে চেয়েছেন—যদি তিনি মনোনয়ন পান, তাহলে তিনি নির্বাচন করবেন; আর না পেলে, যিনি মনোনয়ন পাবেন, তার পক্ষেই কাজ করবেন। তিনি নিজে নির্বাচন করার কথা বলেননি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ বলেন, আসলে বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি সেভাবে বলতে চাননি। উপস্থাপনার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, তিনি বিএনপির একজন পুরোনো কর্মী। দলের প্রতি তার ভালোবাসা প্রশ্নাতীত। তাকে নিয়ে ভুল ধারণার কোনো সুযোগ নেই।
অন্যদিকে, সাবেক এমপি জাহিদুর রহমান বলেন, বিএনপি আমার জীবনের অংশ। আমি দলের আদর্শকে লালন করে দীর্ঘদিন ধরে রাজনীতি করে যাচ্ছি। শেষ বয়সে দলের নীতি ও আদর্শের বাইরে যাবো না। আমার বক্তব্যটি কাটছাঁট করে উপস্থাপন করা হয়েছে।
কেএ/আরএন