নারায়ণগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর গ্যাংয়ের হোতা ইভান নাহিয়ান খুন হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লার ইসদাইর ওসমানী সিটি স্টেডিয়ামের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ইভান (২৫) ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার বাসিন্দা। সে সন্ত্রাসীদের গডফাদার শামীম ওসমানের ভাতিজা শীর্ষ সন্ত্রাসী আজমেরী ওসমানের সহযোগী ছিল।
ইসদাইরের কিশোর গ্যাংয়ের হোতা ইভান নাহিয়ান নানা অঘটনে ছিল আলোচিত। ইভানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসীসহ নানা অভিযোগে মামলা ছিল।
স্থানীয়রা জানান, ইভান সাবেক প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ক্যাডার হিসেবে পরিচিত। ইভানের সাথে ইসদাইর রেললাইন বস্তির পাগলা সাইফুল, তার মেঝো ভাই বাবু ও তাদের ছোট ভাই সফিকুল ইসলামের সাথে মাদক ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধ ছিল। এতে তাদের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টাধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এক মাস আগে চোর আখ্যা দিয়ে পাগলা সাইফুল ও তার দুই সহযোগীকে এলোপাতারী মারধর করে ইভান। এ ঘটনার পর থেকে ইভানকে হত্যা করার জন্য বেপরোয়া হয়ে উঠে পাগলা সাইফুল।
নিহতের বাবা বাবু ওরফে জামাই বাবু বলেন, 'ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি জানাই। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে।'
ফতুল্লা মডেল থানার অফিসার ইনটার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ইসদাইর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল ইভন। আজমেরী ওসমানের ঘনিষ্টজন পরিচয়ে ধরাকে সরা জ্ঞান করতো। এহেন অপকর্ম নেই যা করতো না ইভন ও তার অনুসারীরা।
এসএস/এমএ