লা লিগার মৌসুমের সবচেয়ে উত্তপ্ত এল ক্লাসিকোয় আবারও নায়ক জুড বেলিংহাম। এক গোল ও এক অ্যাসিস্টে ইংলিশ মিডফিল্ডার জ্বলে উঠলেন, যেখানে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনাকে।
ম্যাচের ২২ মিনিটে বেলিংহামের চোখধাঁধানো থ্রু পাস থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে এগিয়ে নেন। তবে ৩৮ মিনিটে কাউন্টার অ্যাটাকে ফিরমিন লোপেজের গোলে সমতায় ফেরে বার্সেলোনা, যার পাসটি দেন মার্কাস র্যাশফোর্ড। কিন্তু বিরতির ঠিক আগেই আবারও জ্বলে ওঠেন বেলিংহাম- এদার মিলিতাওয়ের হেড থেকে বল পেয়ে নির্দ্বিধায় ফিনিশ করে স্কোরলাইন ২-১ করেন তিনি।
এটি ছিল বেলিংহামের শেষ পাঁচ ম্যাচে চতুর্থ গোল। জাবি আলোনসোর শিষ্যরা এর ফলে পয়েন্ট তালিকায় বার্সার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল।
পুরো ম্যাচজুড়ে ছিল উত্তেজনা ও বিতর্ক। শুরুতেই ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করে পেনাল্টি পাওয়ার দাবি তোলে রিয়াল, কিন্তু ভিএআরের পর্যালোচনায় দেখা যায় তিনিই বরং লামিন ইয়ামালের পায়ে লেগে পড়ে যান। এরপর ২৫ গজ দূর থেকে এমবাপের এক দুর্দান্ত ভলির গোলও বাতিল হয় অল্পের জন্য অফসাইডে।
দ্বিতীয়ার্ধেও থামেনি নাটকীয়তা। এরিক গার্সিয়ার হাতে বল লাগলে বিতর্কিত ভাবে পেনাল্টি পায় রিয়াল, কিন্তু এমবাপের শট দারুণ ভাবে রুখে দেন বার্সেলোনা গোলরক্ষক ভইচেখ সেজনি। পরে ব্রাহিম দিয়াসের পাস থেকে বেলিংহাম আরেকবার বল জালে পাঠালেও অফসাইডে সেই গোলও বাতিল হয়।
শেষ দিকে বার্সেলোনার আক্রমণ ভেস্তে গেলে উত্তেজনা চরমে ওঠে। যোগ করা সময়ে চুয়ামেনির ওপর বিপজ্জনক ট্যাকলের জন্য দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন পেদ্রি, এরপরই দুই দলের বেঞ্চে হাতাহাতি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সবশেষে হট্টগোল পেছনে ফেলে বার্নাব্যুতে হাসল রিয়াল মাদ্রিদ, পাল্টা দিল গত মৌসুমের চারটি ক্লাসিকোয় টানা হারের প্রতিশোধ।
এমএ