কর্কট
(২১ জুন - ২০ জুলাই) সহকর্মী ও অধিনস্ত কর্মচারীদের সাহায্য লাভের আশা। গৃহস্থালী জীবনে গৃহকর্মীর প্রয়োজন হতে পারে। কর্মক্ষেত্রে কিছু নতুন দায়িত্ব নিতে হবে।
সিংহ
(২১ জুলাই-২১ অগাস্ট) সৃজনশীল পেশাজীবীদের দিনটি শুভ সম্ভাবনাময়। পরীক্ষার্থীদের পরীক্ষায় মনযোগী হতে হবে। সন্তানের উচ্চ শিক্ষায় অগ্রগতির দিন।
কন্যা
(২২ অগাস্ট- ২২ সেপ্টেম্বর) আত্মীয়-স্বজনের আগমন হবে গৃহে। মায়ের সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হবে। সংসারের কোনো কাজে আত্মীয়র সাহায্য লাভ।
তুলা
(২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) ব্যবসায়ীক যোগাযোগে উন্নতির দিন। মধ্যস্ততার কাজে ভালো রোজগারের আশা। গৃহস্থালী কাজে ছোট ভাই-বোনের সাহায্য লাভ।
বৃশ্চিক
(২২ অক্টোবর - ২০ নভেম্বর) খাদ্য পানিয়ের ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগার হবে। বাড়িতে আত্মীয় কুটম্বদের আগমনের যোগ। বকেয়া বিল আদায়ে উন্নতি।
ধনু
(২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) কাজে কর্মে উন্নতির দিন। গৃহস্থালী কাজে ব্যস্ত থাকতে পারেন। সাংসারিক কাজে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হবে। চাকরিজীবীদের ভালো রোজগার।
মকর
(২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক কাজে পরিবহন ব্যয় বৃদ্ধি। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন।
কুম্ভ
(২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ঠিকাদারী ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগারের আশা। বকেয়া কোনো বিল আদায় হতে পারে। গৃহস্থালী কাজে বড় ভাই-বোনের সাহায্য লাভ।
মীন
(১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) বেকারদের চাকরি লাভের সুযোগ আসবে। রাজনৈতিক ও সাঙ্গঠনিক কাজে উন্নতি। প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন।
আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন।