কর্কট
(২১ জুন - ২০ জুলাই) আপনার সৃজনশীল প্রতিভা ও মেধাকে প্রযুক্তিতে নিয়োগ করুন। মনে রাখতে হবে আপনি একটি বিশ্বায়নের যুগে বাস করছেন। কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে আপনার জীবিকার নতুন পথ।
সিংহ
(২১ জুলাই-২১ অগাস্ট) জীবনের জন্য টাকা প্রয়োজন, কিন্তু টাকার পেছনে ছুঁটে ছুঁটে নিজেকে শেষ করে দেওয়া জীবন নয়। ব্যয় সংকোচন, দূরদর্শীতা ও সঞ্চয়ই আপনার জীবনের ভবিষ্যতকে সুরক্ষিত করতে পারে।
কন্যা
(২২ অগাস্ট- ২২ সেপ্টেম্বর) অস্থিরতা চঞ্চলতাকে দমন করতে হবে। মেধাকে কাজে লাগিয়েই কন্যার জাতক জাতিকাদের এগিয়ে যেতে হবে। জীবন যুদ্ধে জয়ী হতে প্রয়োজন ধৈর্য্য ও দূরদর্শিতা।
তুলা
(২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) তুলা রাশির জাতক জাতিকা হওয়ার কারণে আপনি বৈচিত্র্য প্রিয়। বদ্ধ পরিবেশে কাজ করতে আপনি কখনোই স্বাচ্ছন্দ বোধ করেন না। তাই সম্ভব হলে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন।
বৃশ্চিক
(২২ অক্টোবর - ২০ নভেম্বর) জীবনে একা একা চলা কঠিন। তাই তো বন্ধু প্রয়োজন। নতুন বন্ধুত্ব গড়া ও পুরানো বন্ধুত্বকে নতুন করে ঝালাই করে নেওয়ার দিন।
ধনু
(২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) আপনার কর্ম দক্ষতাকে পরিবেশ ও পরিস্থিতি বুঝে কাজে লাগাতে না পারলে মূল্যায়িত হতে পারবেন না। ততটুকুই কাজ করুন যতটুকু আপনি স্বাচ্ছন্দে করতে পারেন।
মকর
(২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) ভাগ্য সাহসীদের সাহায্য করে। আপনি সাহসী ও পরিশ্রমী হলে হয়তো দিনটি আপনার। ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রা করতে হবে।
কুম্ভ
(২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) ঋণ নিয়ে ঘি খাওয়ার প্রবণতা কমাতে হবে। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা বিবেচনা করে ব্যয় কমাতে হবে। যে ব্যক্তি আপনার বিপদে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তার বিশ্বাসকে ভাঙ্গতে যাবেন না।
মীন
(১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) পারিবারিক জীবনে দাম্পত্য সুখকে প্রাধান্য দিতে হবে। কারো সাথেই ঝামেলায় জড়ানো ঠিক হবে না। ব্যবসা-বাণিজ্যে আরও বেশি মনযোগী হতে হবে আপনার নিজের জন্যই।
আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন।