নিম্নমানের পঁচা চাল রাখার দায়ে বরখাস্ত করা হয়েছে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ গুদামের প্রধান কর্মকর্তা উপ খাদ্য পরিদর্শক মো. বাচ্চু মিয়া। শুক্রবার অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেয়া হয়।
দুঃস্থ নারী ও খাদ্যবান্ধব বিভিন্ন কর্মসূচিতে বিতরণের জন্য এই চাল মজুত করেছিল গুদাম কর্তৃপক্ষ। অভিযোগের সত্যতা পাওয়ার পর গুদাম সিলগালা করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, গত ০৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জেলা খাদ্য পরিদর্শক ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিদর্শন করে অনিয়ম পাওয়ায় উপ খাদ্য পরিদর্শক মো. বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে বৃহস্পতিবার দুপুরে অভিযান পরিচালনা করে দুর্গন্ধযুক্ত পঁচা ও নিম্নমানের চাল দেখতে পেয়ে গুদাম কর্মকর্তার কাছে বিষয়টি জানতে চান পরিদর্শন টিম। তিনি বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করেও পরেননি। তিনটি গুদামের নমুনা পরীক্ষা করে নিন্মমানের হওয়ায় এবং দায়িত্বরত কর্মকর্তা সন্তোষজনক জবাব দিতে না পারায় সবকটি গুদাম সিলগালা করে দেওয়া হয়।
তবে খাদ্য কর্মকর্তার বাচ্চু মিয়ার দাবি, সব নয় অল্প কিছু চাল খারাপ ছিল।
তার ভাষ্য মতে, কিছু মিল মালিক খারাপ ধান সরবরাহ করায় সেগুলো থেকে করা চালগুলোর মান কিছুটা খারাপ থাকতে পারে।
গুদামের তথ্য মতে, দুঃস্থ নারী ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিতরণের জন্য চলতি বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ২৭ হাজার ২৩ মেট্রিক টন চাল কেনা হয়।
ইউএনও মাহবুবুল ইসলাম বলেন, গুদামে বিপুল পরিমাণ পঁচা দুর্গন্ধময় চাল পাওয়ার অপরাধে কর্মকর্তাকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গুদামগুলোও সিলগালা করা হয়েছে।