সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই ও চোরচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।
এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার নরসিংহপুর ও নবীনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জামালপুর জেলার তুলশিপুর গ্রামের মৃত আরিফ মিয়ার ছেলে লাল চাঁন ওরফে বাদশা (২৮), আশুলিয়ার কুরগাঁও গ্রামের আব্দুস সালামের ছেলে স্বাধীন হাসান (২৫), মানিকগঞ্জের ধল্লা উত্তরপাড়ার মৃত আব্বাসের ছেলে রুবেল খান (২৬), গাজীপুরের লতিফপুর গ্রামের শুকুর আলীর ছেলে শহীদুল ইসলাম (২৫), একই এলাকার হাফিজ উদ্দিনের ছেলে সৌরভ খান (২০)।
তারা দীর্ঘদিন ধরে সড়ক-মহাসড়কে ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে জানিয়েছে ডিবি।
ডিবি আরও জানায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরি ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। তাদের পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
ওসি মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ওএফ/আরএন