Thursday | 23 October 2025 | Reg No- 06
Epaper | English
   
English | Thursday | 23 October 2025 | Epaper
BREAKING: টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ      সহজেই জয় পেল অস্ট্রেলিয়া      ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাস      জেনেভা ক্যাম্পে দু'গ্রুপের সংঘর্ষে যুবক নিহত      কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জামায়াতের, জানালেন প্রধান উপদেষ্টাকে      সেন্টমার্টিন ভ্রমণে মানতে হবে ১২ নির্দেশনা      কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না নির্বাচন কমিশন: সিইসি      

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

Published : Thursday, 28 August, 2025 at 5:15 PM  Count : 231

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতি ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ চলে। এতে মোট ১১৭২ জন ভোটারের মধ্যে ১০৫৩ জন ভোট প্রদান করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া।

তিনি জানান, আসরের নামাজের পর প্রার্থী ও তাদের এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শুরু হবে এবং গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হবে।

আইনজীবীরা জানান, এবারের নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর জেলা আইনজীবী সমিতিতে উৎসবের আমেজ ফিরে এসেছে। যদিও সাধারণ আইনজীবীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছিল, তবে ভোটগ্রহণকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

এবারের নির্বাচনে বিএনপি-সমর্থিত আইনজীবীদের দুটি প্যানেল এবং জামায়াত-সমর্থিত আইনজীবীদের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। তিনটি প্যানেলের প্রচার-প্রচারণাকে ঘিরে আদালতপাড়া ছিল সরব।

সাধারণ আইনজীবীরা জানান, “আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি। আগে যখন নির্বাচন হতো তখন আদালতপাড়ায় উৎসবের পরিবেশ থাকত। এবারের নির্বাচনে সেই আমেজ আবার ফিরে এসেছে।” তবে তাদের মধ্যে কিছুটা আতঙ্কও ছিল। অভিযোগ রয়েছে, কিছু আইনজীবীকে হুমকি দিয়ে আদালতপাড়ায় না আসতে বলা হয়েছিল।

বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল
সভাপতি পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

অন্যান্য পদে প্রার্থী: সিনিয়র সহ-সভাপতি কাজী আ. গাফ্ফার, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ।

সদস্য পদে: আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান।

বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল
সভাপতি পদে অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মো. গোলাম মোর্শেদ গালিব।

অন্যান্য পদে প্রার্থী: সিনিয়র সহ-সভাপতি সামছুজ্জামান খোকা, সহ-সভাপতি আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল মোমেন, কোষাধ্যক্ষ মো. আফজাল হোসেন, আপ্যায়ন সম্পাদক শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক আলী আজম, ক্রীড়া সম্পাদক শহীদ সারোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক শাহনাজ পারভীন হীরা, আইন ও মানবাধিকার সম্পাদক মনি গাঙ্গুলী।
সদস্য পদে: আব্দুর রউম মাসুম ও আনোয়ারুল আজীম।

জামায়াত-সমর্থিত বাংলাদেশ ল’ইয়ারস কাউন্সিল প্যানেল
সভাপতি পদে অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক মাসুদুর রহমান।

সদস্য পদে: গোলাম মোস্তফা, আফরোজা জাহান, তাওফিকুল ইসলাম, সাইফুল ইসলাম ও রাকিবুল হাসান।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া বলেন, “আমরা একটি স্বচ্ছ নির্বাচন করতে চাই। আমি ৩৪ বছর ধরে আইনজীবী পেশায় আছি। নারায়ণগঞ্জ বারের নির্বাচন নিয়ে আমার দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ করতে পারি না। শতভাগ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব।”

এসএস/এসআর
সম্পর্কিত   বিষয়:  নারায়ণগঞ্জ  


LATEST NEWS
MOST READ
Also read
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: [email protected], news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close