২০২৬ বিশ্বকাপে নেইমারের খেলার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। ৩৩ বছর বয়সী এই তারকাকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি।
আগামী সপ্তাহে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ২৫ সদস্যের দল বেছে নিয়েছেন আনচেলত্তি। উল্লেখ্য, ব্রাজিল ইতিমধ্যেই বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে।
প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। দীর্ঘদিনের চোটই এর প্রধান কারণ। সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে খেলায় ফিরলেও, স্কোয়াড ঘোষণার ঠিক আগে উরুর চোটে আবারও মাঠের বাইরে চলে যান তিনি।
এই স্কোয়াডে তারুণ্য ও অভিজ্ঞতার চমৎকার মিশেল দেখা গেছে। দলে জায়গা পেয়েছেন একাধিক অভিজ্ঞ তারকা ফুটবলার। আলিসন, ক্যাসেমিরো, মারকুইনোসরা যথারীতি দলে আছেন। পাশাপাশি, চেলসির উদীয়মান প্রতিভা এস্তেভাও এবং লুকাস পাকুয়েতাকেও সুযোগ দিয়েছেন আনচেলত্তি।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল-নাসর), হুগো সাউজা (করিন্থিয়ান্স)
রক্ষণভাগ: আলেক্সসান্দ্রো রিবেইরো (লিল), অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), ডগলাস সান্টোস (জেনিত), ফ্যাব্রিজিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালহায়েস (আর্সেনাল), মারকুইনোস (পিএসজি), ভেন্দারসন (মোনাকো), ওয়েসলি (রোমা)
মধ্যমাঠ: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়েলিনটন (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম)
আক্রমণভাগ: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্টিনেল্লি (আর্সেনাল), জোয়াও পেদ্রো (চেলসি), কাইও জর্জ (ক্রুজেইরো), লুইস হেনরিক (জেনিত), ম্যাথেউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম)
আরএন