দেশের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যার প্রস্তুতকারক মাল্টিন্যাশনাল ব্র্যান্ড আর এ কে সিরামিক্স চট্টগ্রামের ছোট পুল এক্সেস রোড, আগ্রাবাদে উদ্বোধন করল নতুন ফ্যাক্টরি আউটলেট।
সোমবার (২৫ আগস্ট) এ আউটলেটের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর এ কে সিরামিক্সের চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির জিএম ও হেড অব সেলস মো. রাশেদুজ্জামান, ডিজিএম ও হেড অব মার্কেটিং এস. এম. আরাফাতুর রহমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।
নতুন আউটলেটে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে টাইলস ও স্যানিটারি ওয়্যারস কেনার সুযোগ পাবেন। উদ্বোধন উপলক্ষে নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সিইও সাধন কুমার দে বলেন, “আর এ কে সিরামিক্স সবসময়ই আধুনিক ডিজাইনের মানসম্মত পণ্য গ্রাহকদের হাতে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে উন্নতমানের পণ্য সরবরাহের লক্ষ্যেই এ ফ্যাক্টরি আউটলেট চালু করা হয়েছে।”
কোম্পানির আশা, নতুন এই আউটলেট চট্টগ্রামবাসীর ঘরবাড়ি ও ব্যবসায়িক স্থাপনার আধুনিক সাজসজ্জায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসআর