ভাত ও ভোটের অধিকার ফিরে পেতে আমরা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলাম উল্লেখ করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন ভালো মানুষকে ভোট দিয়ে জয়ী করবেন, যিনি জনগণের অধিকারের কথা বলবেন।
শুক্রবার গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ বাসস্ট্যান্ডে এক পথসভায় তিনি এ কথা বলেন। যশোরের এক সমাবেশে যোগ দিতে যাবার সময় পথিমধ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত এই পথসভায় তিনি বক্তব্য দেন। এসময় দলের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান বক্তব্য রাখেন।
জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
গণঅধিকার পরিষদের এই পথসভাকে কেন্দ্র করে মুকসুদপুর ও কাশিয়ানী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। পুলিশের পাশাপাশি র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
এই অঞ্চলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানসহ অসংখ্য গুণীজনের জন্মস্থান গোপালগঞ্জ, এ কথা উল্লেখ করে ভিপি নুর বলেন, এখানকার সবাই খারাপ নয়, এখানে ভালো মানুষও বাস করে। তবে যারা মানবতাবিরোধী কাজে লিপ্ত ছিল তাদের ক্ষমা করা যাবে না, তাদের বিচার হওয়া প্রয়োজন।
আইনশৃঙ্খলা বাহিনী যেন ভবিষ্যতে কেউ নিজেদের পেটোয়া বাহিনীতে পরিণত করতে না পারে, এজন্য রাষ্ট্র সংস্কারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের আহবান জানান তিনি।
তিনি দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন পদ্ধতির কথা উল্লেখ করে উচ্চকক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি অনুসরণের দাবি জানান।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান শেখ হাসিনার পতনের কথা উল্লেখ করে বলেন, তিনি ১৬ বছর গনতন্ত্রকে হত্যা করে দুঃশাসন প্রতিষ্ঠা করে ক্ষমতায় টিকে ছিলেন।
এমএইচ/আরএন