রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে শিক্ষার্থীরা তার সর্বোচ্চ শাস্তি বহিষ্কার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছেন।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করে শিক্ষার্থীরা বলেন, অভিযুক্ত শিক্ষক যেন কোনোভাবেই প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দায়মুক্তি না পান, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা, যৌন নিপীড়নকারী শিক্ষককে বিভাগ থেকে স্থায়ী বহিষ্কার, দেশের প্রচলিত আইনের আওতায় এনে বিচারসহ ১১ দফা দাবি উত্থাপন করা হয়।
সমাবেশে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাফিসা নাওয়াল নেহা বলেন, “নারী শিক্ষার্থীরা যদি শিক্ষকের কাছেই নিরাপদ না থাকে তবে কোথায় নিরাপদ থাকবে? আমরা যৌন নিপীড়নকারী শিক্ষকের বহিষ্কার চাই।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি ফাহির আমিন বলেন, “আমরা এমন একটি ক্যাম্পাস চাই যেখানে শিক্ষার্থীরা পরিবারের মতো নিরাপদ থাকবে। প্রভাস কুমারের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।”
অধ্যাপক ড. পাপিয়া সুলতানা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, “এ ঘটনা শিক্ষক সমাজের জন্য লজ্জাজনক। কমিটি তদন্ত করে প্রমাণ করেছে যে তিনি যৌন হয়রানি ও একাডেমিক অপরাধের সঙ্গে জড়িত। আমরা তার দ্রুত বহিষ্কার দাবি করছি।”
আরএইচএফ/এসআর