BREAKING: |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নরসিংদীর মনোহরদীতে বিএনপির চারটি পৃথক গ্রুপ চারটি স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
শুক্রবার পাঁচকান্দি গ্রামের মসজিদে উপজেলা বিএনপির এক অংশের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোহরদী মডেল মসজিদে সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুলের পক্ষ থেকে আরেকটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দুলন। আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন, উপজেলা যুবদলের সদস্যসচিব মাসুদুর রহমান সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নারান্দী গ্রামের চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) জয়নাল আবেদীনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজি। আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজসহ দলীয় নেতাকর্মীরা।
অর্জুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মনোহরদী উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব রায়হান উদ্দিন বাচ্চু। এতে উপজেলা ও পৌরসভার কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচআর/আরএন