| BREAKING: |

ভোলা জেলার ১০টি থানার মধ্যে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। জুলাই মাসে থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ওসি মো. সিরাজুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
এছাড়া, বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করায় লালমোহন থানার এসআই মো. আবু ইউসুফকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।
সম্মাননা গ্রহণের পর ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ভালো কাজের স্বীকৃতি পেলে ভবিষ্যতের কর্মপ্রেরণা আরও বাড়ে। আমাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই অর্জন শুধু আমার একার নয়—আমার থানার সব পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রয়াসের ফল। এ সম্মাননা আগামী দিনে আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার অরিত সরকার, মো. মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. হুমায়ুন কবিরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসেও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন মো. সিরাজুল ইসলাম।
এইচপি/আরএন